জিহ্বার নিচে লবঙ্গ রাখলে কী হয়?
লবঙ্গ শুধু মসলা হিসেবেই নয়, এর রয়েছে ভেজষগুণও। এটি জিহ্বার নিচে রাখলে শরীরের অনেক উপকার হয়। জেনে নিন জিহ্বার নিচে লবঙ্গ রাখলে যে উপকার হয়।
-
অনেক সময় ছোটোখাটো অসুখে শুধুমাত্র আমাদের রান্নাঘরে থাকা জিনিসই যথেষ্ট। কারণ, রান্নাঘরেই রযয়েছে এমন ওষুধ যা টুক করে সারিয়ে তুলতে পারে ছোটোখাটো অসুখ। ঠিক যেমন লবঙ্গ। একটা ছোট্ট লবঙ্গের কারসাজি অনেক।
-
সর্দি-কাশি: অনেক সময় আমাদের সর্দি,কাশি হয় আর তাতে আরাম পাওয়ার জন্য লবঙ্গ খাওয়া যেতে পারে। এছাড়াও লবঙ্গ খেলে কফ দূর হয়। নিঃশ্বাসে বাজে দুর্গন্ধও দূর হয়।
-
দাঁতে যন্ত্রণা: আমাদের প্রত্যকেরই কমবেশি দাঁতের যন্ত্রণার অভিজ্ঞতা রয়েছে যে এটা কতটা অসহ্যকর। তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা অনেকটা কমবে।
-
ফ্লু: ভাইরাল ফিভার ও অনেক অসহ্যকর আর তাতে একটু আরাম বোধ হওয়ার জন্য হালকা গরম জলে ১০ ফোঁটা লবঙ্গ তেল ও মধু মিশিয়ে খেয়ে নিন। ভাইরাল ফিভারে কাজে দেবে।
-
বমি বমি ভাব: লবঙ্গ মুখে রাখলে বা পানির সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে আপনার বমি বমি ভাব দূর হবে।