সকালে খালি পেটে মেথি খেলে শরীরের যেসব উপকার হয়
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা নানা রকম ভেষজ জিনিস খাই। মেথিও এর মধ্যে অন্যতম। প্রতিদিন সকালে নিয়ম করে খালি পেটে মেথি খেলে আশ্চর্য রকম ফল পাওয়া যায়। জেনে নিন সে সম্পর্কে।
-
শরীরকে সম্পূর্ণ সুস্থ ও চনমনে রাখতে মেথির দানার জুড়ি মেলা ভার। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মেথি ভেজানো জল ও ভিজে মেথি খেতে পারেন, অনেক জটিল রোগ থেকে দূরে থাকবেন।
-
অ্যান্টাসিডের কাজ করে: যাদের হজম সমস্যা আছে, মেথি ভেজানো পানি ও ভিজে মেথি সকালে উঠে খালি পেটে রোজ খান। পেটের সমস্যা নিয়ে ভাবতে হবে না।
-
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: ব্লাড সুগার নিয়ন্ত্রণের মেথি অব্যর্থ। আগের দিন রাতে এককাপ পানি কিছু মেথি দানা ভিজিয়ে রেখে দিন। সকালে উঠে পানি ও মেথি দানাগুলো খেয়ে নিন খালি পেটে।
-
ওজন কমায়: মেথি মেদ ঝরাতেও সাহায্য করে। খালি পেটে মেথি ভেজানো পানি খেলে মেটাবলিজম বেড়ে যায়। ফলে শরীরে বাড়তি মেদ জমে না।
-
কোলেস্টেরল কমায়: শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে মেথি। কোলেস্টেরল বেড়ে গেলে কমিয়ে দেয়।