বেশি পানি পান করা কী স্বাস্থ্যের জন্য ভালো?
পানির অপর নাম জীবন। তবে বিশুদ্ধ ও পরিমাণ মত পানি পান না করলে তা হিতের বিপরীত হয়ে দাঁড়ায়। এ নতুন এক গবেষণা প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করা নিয়ে যে তথ্য জানিয়েছে তা জেনে নিন।
-
সুস্থ থাকতে গেলে সবসময় পানি খেতে হবে। আমরা সকলেই শৈশব থেকে একথা শুনে আসছি। বলাই বাহুল্য এ কথা একেবারে ভ্রান্ত নয়, শরীরের প্রতিটি কোষকেই হাইড্রেটেড রাখা প্রয়োজন সুস্থ থাকতে। কিন্তু পাশাপাশি নয়া একদল গবেষক এও বলছেন, প্রয়োজনের তুলনায় বেশি পানি পানে বিপদও হতে পারে।
-
কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চার্লস বোর্ক বলছেন প্রয়োজনের তুলনায় বেশি জল খলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে। এই কারণে হতে পারে ব্রেন সোয়েলিং।
-
তিনি আরও বলছেন, বেশি পানি পানে অনেক সময় হাইপোন্য়াট্রেমিয়ায় আক্রান্ত হন রোগী। এতে হৃদযন্ত্রে চাপ পড়ার সম্ভাবনা থাকে।
-
এছাড়া ব্রোকের দাবি, ওভার হাইড্রেশানে সেন্সিং মেকানিজম খুব ভাল সাড়া দেয় না।
-
কিন্তু কতটা পানি পান করবো? চিকিৎসকরা বলছেন, এমনিতে মাত্রাটা আড়াই থেকে চার লিটারের মধ্যে। তবে কিডনির রোগী, সোডিয়ামের ঘাটতি আছে এমন রোগীদের ক্ষেত্রে হিসেবটা ভিন্ন।