এই সময়ে আমড়া কেন খাবেন?
এই সময়ে বাজারে প্রচুর আমড়া পাওয়া যায়। সহজলভ্য ও দামে কম আমড়ার রয়েছে অনেক পুষ্টিগুণ। জেনে নিন আমড়ার পুষ্টিগুণ সম্পর্কে।
-
আমড়ায় রয়েছে প্রচুর ভিটামিন সি। ক্যালসিয়াম সমৃদ্ধ আমড়া মুখের রুচি ফেরায়, ভালো হয় স্কার্ভি রোগও।
-
প্রত্যাহিক জীবনে ভিটামিন সি-র গুরুত্ব অনেক। শরীর থেকে ভিটামিন সি অত্যন্ত দ্রুত নির্গত হয় বলেই প্রচুর পরিমাণে ভিটামিন সি সর্বদা খেতে হয়।
-
একই সঙ্গে আমড়াতে ভেষজও গুণও আছে। আমড়া খেলে মুখে রুচি ফেরে।
-
খাওয়ার ইচ্ছা বৃদ্ধি পায়। অসুস্থতার কারণে মুখের চলে যাওয়া রুচি ফিরে পাওয়া যায়।
-
আমড়াতে ভিটামিন সি আছে বলেই স্কার্ভি রোগের বিরুদ্ধে লড়ে, সারিয়ে তোলে।
-
আমড়ায় অ্যান্টি অক্সিডেন্ট থাকায় নানান রকমের ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে।
-
বিশেষজ্ঞরা বলেন, মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে। দামি ফল আপেলের চেয়ে আমড়ায় প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি।
-
দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে পুজ ও রক্ত পড়া, প্রচণ্ড ব্যথা হওয়া, খাবার খেতে অসুবিধা হওয়া, অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি প্রতিরোধে আমড়ার ভূমিকা অনন্য।
-
বিভিন্ন রকমের ভাইরাসজনিত সংক্রমণ, সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জায় আমড়া অত্যন্ত উপকারি।