টক মিষ্টি রসে ভরা লটকন
নরসিংদীর রসে ভরা লটকন নিয়ে এই অ্যালবাম।
-
আমাদের দেশে সুস্বাদু ও মজাদার যতগুলো মৌসুমী ফল রয়েছে লটকন তার অন্যতম। টক মিষ্টি সুদৃশ্য লটকন ফলটির নাম শুনলেই যেন সবার জিভে জল চলে আসে। ছবি : সঞ্জিত সাহা।
-
নরসিংদীর শিবপুর ও বেলাবো উপজেলার চাষিদের কাছে অর্থকরী ফসল হিসেবে এর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তেমন কোনো পরিচর্চা ছাড়াই বাগানে উৎপাদিত হয় এ ফল। ছবি : সঞ্জিত সাহা।
-
নরসিংদী জেলায় তাই ক্রমেই অর্থকরী ফসল হিসেবে খ্যাতি অর্জন করেছে লটকন। এ অঞ্চলের চাষিদের কাছে লটকন চাষ জনপ্রিয় হয়ে উঠছে। ছবি : সঞ্জিত সাহা।
-
সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর নরসিংদীর লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে।এর মাধ্যমে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। ছবি : সঞ্জিত সাহা।
-
স্বল্প ব্যয় আর নামমাত্র পরিচর্চায় গাছে অভাবনীয় ফলন আসায় বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে লটকন চাষ।
-
বাজারে লটকন বিক্রি করছেন চাষিরা। ভালো দাম পেয়ে তারা সবাই হাসি খুশি। ছবি : সঞ্জিত সাহা।
-
নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলায় লাল রঙের উঁচু জমিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও খনিজ উপাদান থাকায় এই এলাকার মাটি লটকন চাষের জন্য খুব উপযোগী। ছবি : সঞ্জিত সাহা।
-
গত বছর ৫৮০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছিল। চলতি বছর জেলার ৬২৫ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। ছবি : সঞ্জিত সাহা।