প্রতিদিন এলাচ খেলে যেসব কঠিন রোগ থেকে বাঁচবেন
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৬ আগস্ট ২০২০
আপডেট: ০৪:২৩ পিএম, ১৬ আগস্ট ২০২০
আমরা জানি এলাচ রান্নায় ও বিভিন্ন খাবার সুস্বাদু তৈরিতে কাজে লাগ। শুধু তাই নয় নিয়মিতভাবে খেলে এলাচ অনেক রোগ থেকেও দূরে রাখবে আপানকে।
-
অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তির জন্য এলাচের কোনো বিকল্প নেই। পেট ফাঁপা, বমি ভাব অনেকটাই দূর হয় মুখে একটা এলাচ রাখলে।
-
এলাচে আছে ডি ইউরেটিক উপাদান। এই উপাদান দেহের টক্সিন দূর করে সহজেই।
-
এছাড়া এই ডিইউরেটিক উপাদান রক্তের উচ্চচাপও কমিয়ে আনতে সক্ষম। শরীরের বাড়তি ফ্লুইড বের করে দেয় এলাচ। এছাড়া এই ডিইউরেটিক উপাদান রক্তের উচ্চচাপও কমিয়ে আনতে সক্ষম। শরীরের বাড়তি ফ্লুইড বের করে দেয় এলাচ।
-
মুখের দুর্গন্ধ, মাড়ির ইনফেকশান, দাঁতের একাধিক সমস্যা দূর করতে এলাচের কোনো জুড়ি নেই।
-
সমীক্ষায় দেখা গিয়েছে, এলাচ দেহে ক্যান্সার কোষ গঠন আটকে দেয়।