হাত পায়ের আঙুলে বা পাতায় র্যাশ নিয়ে যে তথ্য দিলেন বিজ্ঞানীরা
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৪ আগস্ট ২০২০
আপডেট: ০৬:৩৩ পিএম, ১৪ আগস্ট ২০২০
সম্প্রতি প্রায় ১৬০০ জনের উপর সমীক্ষা চালিয়ে ‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত একদল বিজ্ঞানী কোভিডের একটি নতুন লক্ষণ বা উপসর্গের তথ্য জানালেন। জেনে নিন সে সম্পর্কে।
-
এই লক্ষণ বা উপসর্গ দেখে অনেকেই একে সাধারণত ত্বকের সমস্যা বা চর্মরোগ বলে ভুল করতে পারেন। তবে বিজ্ঞানীদের দাবি, এগুলো করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে!
-
‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত গবেষকদের দাবি, হাত ও পায়ের আঙুলের উপর লালচে র্যাশ বা লালচে হয়ে ফুলে ওঠা করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে!
-
‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত গবেষকরা জানান, করোনার এই ধরনের উপসর্গ সাধারণত শিশু ও কিশোরদের মধ্যেই বেশি দেখা গিয়েছে।
-
গবেষকদের মতে, এই ধরনের লালচে র্যাশ কোনও ত্বকের সমস্যা বা চর্মরোগের কারণেও হতে পারে। তবে হঠাৎ করে এই রকম র্যাশ বেরলে বা লালচে হয়ে ফুলে উঠলে পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।