যেভাবে গ্রিন টি খেলে ক্যান্সার থেকে বাঁচবেন
মরণঘাতী ক্যান্সারে যে কোনো বয়সী মানুষ আক্রান্ত হতে পারে। তাই এই রোগ আক্রান্ত করতে না পারে সেজন্য সচেতন থাকতে হবে। এবার জেনে নিন যে নিয়মে গ্রিন টি খেলে ক্যান্সার থেকে বাঁচবেন।
-
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিন ৩-৪ কাপ গ্রিন টি খেলে ওরাল বা মুখের ক্যান্সারের ঝুঁকি কমে।
-
দিনে যদি ৫ কাপ বা তার বেশি গ্রিন টি খেতে পারেন তাহলে কমবে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি।
-
শুধু প্রস্টেট ক্যান্সার নয়, দিন ৫ কাপ বা তার বেশি গ্রিন টি খেলে ঝুঁকি কমে স্টমাক ক্যান্সারেরও।
-
মহিলারা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে দিনে অন্তত ৩ কাপ গ্রিন টি খান।
-
দিনে ৫ কাপ বা তার বেশি গ্রিন টি খেলে কমিয়ে ফেলতে পারেন প্যানক্রিয়াটিক ক্যান্সারের ঝুঁকিও।
-
ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে একটু বেশি গ্রিন টি খেতে হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিনে ৬ কাপ বা তার বেশি গ্রিন টি খেলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সমস্যা ৩৩ শতাংশ পর্যন্ত কমে।
-
চিকিৎসকরা জানাচ্ছেন, দিনে ১ থেকে ৩ কাপ গ্রিন টি অন্তত সকলেরই খাওয়া উচিত। এতে সুস্থ থাকবে হার্ট। ঝুঁকি কমবে হার্ট অ্যাটাক, স্ট্রোকের।