বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে কী হয়?
করোনা থেকে বাঁচার অন্যতম ঢাল হচ্ছে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক। তবে অনেকে প্রয়োজনের বেশি হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করছেন। কিন্তু হ্যান্ড সেনিটাইজার বেশি ব্যবহার করলে হবে মারাত্মক বিপদ।
-
করোনা আক্রমণের শুরুতে চাহিদা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার বাজারে সেভাবে পাওয়া যাচ্ছিল না। কোথাও কোথাও অনেক বেশি দামেও বিক্রি করা হচ্ছিল স্যানিটাইজার। কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকেই মানুষের চাহিদার কথা মাথায় রেখে বাজারে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের ছড়াছড়ি।
-
সুপারমার্কেট থেকে শুরু করে ছোট, বড় সব দোকান। এমনকী, রাস্তায় হকাররাও নিয়ে বসছেন হ্যান্ড স্যানিটাইজার। মানের বিচারে সেগুলি কতটা ভালো তা জানা নেই কারোরই।
-
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এবার সাফ জানানো হয়েছে, বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ নয়। শনিবার মন্ত্রণালয়ে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে ভার্মা বলেন, ‘এমন সংক্রমণ যে হবে, তা কেউ ভাবেনি। তবে বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ নয়।’
-
ভার্মা জানিয়েছেন, ‘মাস্ক পরুন, বারবার গরম জল খান ও ভালোভাবে হাত ধুয়ে নিন।’ বিশেষজ্ঞদের মতে বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে ত্বক রক্ষাকারী ব্যাকটেরিয়াও মরে যায়। তাই সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুয়ে নিন। কারণ এমন অনেক হ্যান্ড স্যানিটাইজার আছে। যাতে নিম্নমানের অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে।