যেসব সহজ উপায়ে মশার কামড় থেকে বাঁচবেন
শহর, নগর কিংবা গ্রামের বিভিন্ন এলাকার অনেক মানুষ মশার যন্ত্রণায় অস্থির। কয়েল জ্বালিয়েও এই অত্যাচার থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। এবার জেনে নিন যেসব সহজ উপায়ে মশার কামড় থেকে বাঁচবেন।
-
লেবু কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গাঁথবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে নিয়ে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন।
-
নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ আছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো। তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন মশা আপনার ধারে কাছে আসবে না। একটি ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে ৫ থেকে ৬ টা পুদিনা রেখে দিন ঘরের যে কোনো জায়গায়। দেখবেন ঘরের সব মশা পালিয়েছে।
-
প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে সহজে রেহাই পাওয়া যায়।
-
ব্যবহার করা চা-পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।
-
মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। ৫০ গ্রাম কর্পূর বাটিতে জল নিয়ে ভিজিয়ে রাখুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। সঙ্গে সঙ্গে মশা গায়েব হয়ে যাবে।