মসুর ডাল কেন খাবেন?

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১২ জুলাই ২০২০ আপডেট: ১২:২৩ পিএম, ১২ জুলাই ২০২০

মসুর ডাল অন্যতম একটি পুষ্টিকর খাবার। এটি ‘গরিবের প্রোটিন’ও বলা হয়। মসুর ডালের বহুমুখী খাদ্যগুণে উপকৃত হয় শিশু থেকে বয়স্ক। বিপুল পরিমাণে হাই প্রোটিন শক্তি যোগায়। জেনে নিন নিয়মিত মসুর ডাল খেলে কী হয়?