মুখের ঘা দূর করতে সহজ ৫ কার্যকরী উপায়

প্রকাশিত: ১১:৪১ এএম, ০৮ জুলাই ২০২০ আপডেট: ১১:৪১ এএম, ০৮ জুলাই ২০২০

অনেকের কামড় লেগে, খুব গরম খাবার বা তরল কিছু খেতে গিয়েও পুড়ে গিয়ে বা ফোসকা পড়ে, দাঁত মাজার সময় খোঁচা লেগে মুখের ভিতরে কোনও ভাবে ক্ষতর সৃষ্টি হলে কিছু খেতে গেলেই ব্যথা করতে থাকে বা জ্বালা করে। এই কষ্টকর পরিস্থিতি থেকে রেহাই পেতে জেনে নিন ৬টি কার্যকরী উপায় জেনে জেনে নিন।