করোনা সংক্রমণের আরও নতুন ৬ উপসর্গ
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৬ জুলাই ২০২০
আপডেট: ০২:২৯ পিএম, ০৬ জুলাই ২০২০
করোনা সংক্রমণের আরও ৬টি নতুন উপসর্গের কথা ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়।
-
গত ৩ জুলাই করোনার সংক্রমণ ও তার চিকিৎসা পদ্ধতি নিয়ে ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল ফর কোভিড-১৯’ নামে একটি রূপরেখা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণলায়। তাতে নতুন উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে - ক্লান্তি, অসতর্কতা, চলাফেরায় অসংলগ্নতাকে।
-
৬০ বছররে বেশি বয়সীদের আক্রান্তর হার বেশি।
-
অন্য রোগে আক্রান্ত বা কড়া ডোজের ওষুধ খান যারা তাদেরও ঝুঁকি বেশি।
-
দীর্ঘদিন ধরে জটিল রোগের আক্রান্তদের সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।
-
প্রধানত ক্যান্সার আক্রান্ত, ডায়াবেটিস রোগী, হাইপারটেনশন আক্রান্তদের ঝুঁকি নিঃসন্দেহে বেশি।
-
হৃদযন্ত্রের সমস্যা, ফুসফুসের সংক্রমণ এবং কিডনির জটিল রোগে আক্রান্তদের কথা উল্লেখ করা হয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে।