মাস্ক থেকেও যেভাবে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে
ফেস মাস্ক আমাদের কতটা সুরক্ষা দিতে পারছে এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে? বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষা দেয়া তো পরের কথা, বেশ কিছু ক্ষেত্রে এই মাস্কেই লুকিয়ে রয়েছে বিপদ! জেনে নিন এ সম্পর্কে।
-
একটা বিষয় মাথায় রাখা দরকার। যে কোনো মাস্ক পরার বা খোলার সময় হাত পরিষ্কার রাখা জরুরি। নাহলে, হাতে লেগে থাকা ময়লা, রোগ-জীবাণু মাস্কে লেগে যাবে এবং বাড়বে সংক্রমণে ঝুঁকি। তাই আগাম সতর্কতা হিসাবে মাস্ক পরার আগে ভালো করে স্যানিটাইজার বা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।
-
নাক-মুখ ঢেকে থাকার পরও হাঁচি-কাশি চলতে থাকলে ওই মাস্ক বেশিক্ষণ পরে না থাকাই ভাল। কারণ এক্ষেত্রেও বাড়বে সংক্রমণে ঝুঁকি।
-
বাতিল করা মাস্ক যেখানে সেখানে ফেলা যাবে না। খোলা জায়গায় বাতিল করা মাস্ক ফেললে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তাই উপযুক্ত সতর্কতা আর পরিচ্ছন্নতায় করোনাভাইরাসের প্রকোপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।
-
মাস্ক পরার পর অনেকেই মাঝে মধ্যে সেটিকে মুখের ঠিক জায়গায় আনতে হাত দিয়ে ফেলছেন। এর ফলে হাতের জীবাণু মাস্কে লেগে যাচ্ছে। ফলে উল্টে বিপদের আশঙ্কাই বাড়ছে।