যেভাবে নারকেল খেলে দ্রুত ওজন কমে
করোনার এই সময়ে ঘরে বসে খেয়ে ঘুমিয়ে কাটানোর কারণে অনেকের ওজন বেড়ে যাচ্ছে। এসব মানুষ দ্রুত ওজন কমানোর জন্য চিন্তা করছেন। তারা জেনে নিন হাতের কাছে থাকা নারকেল সঠিক নিয়ম মেনে খেলে আপানার ওজন দ্রুত কমে যাবে।
-
এক প্লেট সবজিতে দু’-তিন টুকরো নারকেল মিশিয়ে নিয়মিত খান। দ্রুত কমবে শরীরের বাড়তি ওজন।
-
রোজ সকালে দুধ ছাড়া (ব্লাক) কফির সঙ্গে ২ চামচ নারকেল তেল মিশিয়ে খেলে ওজন কমবে দ্রুত গতিতে। কারণ, নারকেল তেল কফির গুনগত মান বহুগুণ বাড়িয়ে দেয়। শরীরের মেদ দ্রুত গলিয়ে দিতেও অত্যন্ত কার্যকর নারকেল তেল।
-
পুষ্টিবিদদের মতে, নারকেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর সামান্য প্রটিন। দুপুর বা রাতের খাবারের পাতে কয়েক টুকরো নারকেল খান। কাঁচা না খেয়ে রান্নাতেও দিতে পারেন। তাতেও উপকার মিলবে। এইভাবে নিয়মিত নারকেল খেতে পারলে শরীরের বাড়তি ওজন দ্রুত কমবে।
-
ওজন কমানো ছাড়াও হজমের সমস্যার সমাধানে নারকেলের জল ও মালাই অত্যন্ত কার্যকর। হাইপার টেনশন, মানসিক অবসাদ বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনতেও নারকেলের জল ও মালাই অত্যন্ত কার্যকর।