শিশুকে করোনা মুক্ত রাখবেন যেভাবে
সমগ্রবিশ্বে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। মারাও যাওয়ার সংখ্যাও অনেক। বাংলাদেশেও অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এতে মৃতের সংখ্যাও অনেক। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। কিন্তু শিশুদের নিয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন অভিভাবকেরা। অভিভাবকরা আতঙ্কিত না হয়ে জেনে নিন আপনার সন্তানকে যেভাবে করোনা মুক্ত রাখবেন। শিশুদের কীভাবে করোনা মুক্ত রাখা যাবে সে বিষয়ে লিখেছেন,- মিজানুর রহমান মিথুন
-
এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ২০ সেকেন্ড সাবান দিয়ে কচলে হাত ধোয়া। তাই আপনার শিশুকে হাত ধোয়ার জন্য নির্দেশনা দিন।
-
বাইরে গেলে আপনার সন্তানকে ভালো হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে বলুন। তার বন্ধুদের জ্বর হলে খুব বেশি কাছে না ঘেঁষাই ভালো, এই সময়ে হ্যান্ড শেক যেন না করে সে বিষয়ে উপদেশ দিন।
-
বিদেশ থেকে সপরিবারে আশা শিশুদের বাইরে যেতে দেবেন না।
-
শিশুদের থাকার রুম বিষেশ করে মেঝে, দেয়াল, বাথরুম পরিষ্কার করা হোক জীবাণুনাশক দিয়ে।
-
হাঁচি কাশি হলে শিশুদের মুখে মাস্ক পরার পরামর্শ দিন।
-
আপনি শিশুদের নিয়ে বাইরে ঘুরতে গেলে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। পরিচ্ছন্ন হোটেলে ওঠার চেষ্টা করবেন। মশলাদার খাবার খাবেন না। মাংস খাওয়ার সময় বিশেষ করে সতর্ক হোন।
-
শিশুর জ্বর হলে জন্মদিন বা এরকম কোনো অনুষ্ঠান এড়িয়ে যাওয়াই ভালো।