বিষধর কেউটে সাপে কামড়ালেও এবার বাঁচবে জীবন
আমাদের দেশের বিষধর সাপের কামড়ে প্রতিবছর অনেক লোক মারা যায়। বিশেষ করে কেউটে সাপে কামড়ারে কেউ বাঁচে না।
-
এবার বিষধর কেউটে বা গোখরো কামড়ালেও সাপে কাটা রোগীর জীবন বাঁচতে পারে। একদল বিজ্ঞানী ইন্ডিয়ান কোবরা-র জিনোম ডিকোড করেছেন। যার ফলে গোখরো বা কেউটের কামড়ে ব্যবহৃত অ্যান্ডিভেনম তৈরিতে অনেক সুবিধা হল বলে দাবি করা হচ্ছে।
-
যে কোনো প্রাণীর ডিএনএ-তে থাকা সমস্ত জিনের পূর্ণ সেট থাকে। তাকেই বলে জিনোম। আর সেই জিনোম-ই প্রাণীটির সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা দেয়। ফলে জিনোম ডিকোড করতে পারলেই প্রাণিটি সম্পর্কে সব তথ্য পাওয়া যেতে পারে।
-
ইন্ডিয়ান কোবরার জিনোম ডিকোড করে ১৯ ধরণের বিষ জিনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সিন্থেটিক হিউম্যান অ্যান্টিবডি তৈরিতে যা কাজে লাগবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
-
ভেনম হল ১৪০ অড প্রোটিন বা পেপটাইড-এর এক জটিল মিশ্রণ। বর্তমানে যেসব অ্যান্টিভেনম কোবরা সাপ কামড়ালে ব্যবহার করা হয় তা ভেনম বা বিষনাশক হিসাবে ভাল কাজ করে না।
-
কোবরা কামড়ালে আজকের দিনেও যে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তা হয়তো প্রায় ১০০ বছর আগে আবিষ্কার হওয়া। তবে এবার এই ৪২ জন বিজ্ঞানী মিলে অ্যান্টিভেনম উত্পাদনে বড়সড় সাফল্য এনে দিতে পারেন। উল্লেখ্য, এই ৪২ জন বিজ্ঞানীদের মধ্যে একজন ভারতীয়।