লাল চায়ে ত্বক ও চুলের যেসব সমস্যার সমাধান করে
চা শুধু আমাদের ক্লান্তিই দূর করে না। এ ছাড়াও আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপকার করে। জেনে নিন লিকার চায়ে ত্বক ও চুলের যেসব সমস্যার সমাধান করে।
-
অনেকের চোখের নীচে কালো দাগ পড়ে। অল্প বয়সেই মনে হচ্ছে বুড়িয়ে গিয়েছেন অনেকটা! তাদের চিন্তার কিছু নেই। আপনার হাতের সামনেই রয়েছে এমন এক উপাদান যা দিয়ে সহজেই দূর করতে পারবেন ডার্ক সার্কেল। তা হল চা পাতা। চা পাতায় আছে ক্যাফেইন। আর ট্যানিন। তাই চোখের ফোলা ভাব ও ডার্ক সার্কেল দূর করতে একটি টি ব্যাগ নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। তারপর ১০ মিনিট চোখের ওপর রাখুন। এতে ফোলাভাব ও ডার্ক সার্কেল দুটোয় কমে যাবে।
-
রোদে বেড়োতে বেড়োতে আপনার ত্বকে রোদের কালছে ছাপ পড়েছে? কোনো কিছুতেই দূর হচ্ছে না ছাপ! চিন্তার কিছু নেই। চায়ের কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বকে চেপে ধরে রাখুন কিছুক্ষণ। এভাবে নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে রোদে পোড়া দাগ কমে যাবে। ত্বক হবে ঝকঝকে।
-
চায়ের লিকারে লেবুর রস মিশিয়ে ত্বকে ছিটিয়ে নিন। এটি খুব ভাল টোনারের কাজ করবে। ত্বক তেলতেলে হলে চট করে উপকার পাবেন।
-
ব্যবহার করা টি-ব্যাগ শুকিয়ে স্ক্রাবার হিসাবে ব্যবহার করুন। এতে ত্বক ঝকঝকে হবে।
-
শ্যাম্পু করার পর ভালো করে চুল ধুয়ে সব শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন। চুল মসৃণ হবে।