যেসব খাবার কাঁচা খেলে বেশি উপকার
আমরা শুধু খুদা মেটানোর জন্যই খাই না। শরীর সতেজ রাখা, ভিটামিন ও পুষ্টি পেয়ে নিরোগ থাকার জন্যও খাবার খাই। তাই এবার জেনে নেবো কোন কোন খাবার কাঁচা খেলে বেশি পুষ্টি ও ভিটামিন পাওয়া যায়।
-
বেল: অনেকে বেল রান্না করে খান। কিন্তু বেলে ১৯ ডিগ্রি তাপমাত্রা পেলে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই বেল কাঁচা খাওয়া ভালো।
-
ছোলা: আমাদের দেশে বেশিভাগ মানুষ ছোলা রান্না করে খায়। কিন্তু ছোলা কাঁচা খেলেই বেশি উপকার পাওয়া যায়।
-
বাদাম: বাদাম ভেজে খেতেই মজা বেশি। কিন্তু কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
-
ব্রকলি: এটি আমাদের দেশে সবজি হিসেবে রান্না করে খায়। কিন্তু এটি কাঁচা খেতে ডাক্তাররা সব সময় পরামর্শ দেন।
-
নারকেল: অনেক তরকারির সাথে নারকেল ব্যবহার করা হয়। কিন্তু এটি কাঁচা খেলেই পুষ্টিগুণ বেশি পাওয়া যায়।
-
রসুন: এটি মসলা হিসেবে ব্যহৃত হয়ে থাকে। তবে এটি কাঁচা খেলে উপকার অনেক উপকার পাওয়া যায়। কাঁচা রসুন হার্ট অ্যাটাক ও ক্যানসারের ঝুঁকি কমায়।
-
বিট: এটি রান্না করে খেল শতকরা ২৫ ভাগ পুষ্টিগুণ কমে যায়। তাই এটি কাঁচা খাওয়া ভালো।
-
পেঁয়াজ: এটিও পৃথিবীর প্রায় সব দেশেই মসলা হিসেবে ব্যবহার করা হয়। তবে এটি কাঁচা খেলে কাঁচা খেলে ফুঁসফুস ক্যানসার, প্রস্টেট ক্যানসার থেকে বাঁচা যায়।