সহজে প্রাকৃতিক উপায়ে চোখের ডার্ক সার্কল দূর করবেন যেভাবে
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৮ নভেম্বর ২০১৯
আপডেট: ০৩:০৬ পিএম, ০৮ নভেম্বর ২০১৯
অনেকেই চোখের ডার্ক সার্কেল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তারা জেনে নিন সহজ প্রাকৃতিক উপায়ে যেভাবে চোখের ডার্ক সার্কল দূর করবেন।
-
২টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর অন্তত ১৫ মিনিট রাখুন। এইভাবে নিয়মিত শসার রস চোখের উপর লাগাতে পারলে দ্রুত উপকার পাবেন।
-
খোসাসহ আলু বেটে বা পেস্টের মতো করে চোখের উপরে মাখিয়ে কিছুক্ষণ রাখুন। দ্রুত উপকার পাবেন।
-
ঠান্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ডার্ক সার্কলের সমস্যায় ভালো ফল পাবেন। রাতে শোবার আগে অন্তত মিনিট পনেরো নিয়মিত রাখতে হবে।
-
চোখের চারপাশে বাদাম তেল দিয়ে মালিশ করলেও দ্রুত উপকার পাবেন।
-
কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্টের মতো তৈরি করে চোখের চারপাশে লাগাতে পারেন। এতেও উপকার মিলবে।