খুব সহজে ত্বকের যত্ন নেবেন যেভাবে
কর্মব্যস্ত মানুষসহ এখন প্রায় সবাই নিজের ত্বক নিয়ে চিন্তিত। সময়ের অভাবে ভালো করে ত্বকের যত্ন নেয়া হয় না অনেকের। এবার জেনে নিন খুব সহজে আপনি যেভাবে ত্বকের যত্ন নেবেন।
-
সুন্দর সুস্থ ত্বকের আকর্ষণে সবার দৃষ্টি পেতে মেনে চলতে হবে কিছু সহজ টিপস। রোজ অল্প সময় দিলেই ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।
-
ত্বক ফরসা করার থেকে নজর দিন ত্বকের স্বাস্থ্যে। রোজ ক্লেনসিং, টোনিং ও ময়েশ্চারাইজিং। তার সঙ্গে পরিমিত পুষ্টিকর খাওয়া-দাওয়া। আর তা হলেই সুস্বাস্থ্যের উজ্জ্বলতা থাকবে আপনার ত্বকে।
-
আপনার ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার, ফেসওয়াশ ও টোনার কিনুন। ঘুম থেকে উঠে ও শুতে যাওয়ার আগে অবশ্যই এগুলো ব্যবহার করুন। বাইরে থেকে বাড়ি এসে অবশ্যই মুখ ধুয়ে নিন।
-
সপ্তাহে ২-৩ দিন স্ক্রাবিং করুন। এতে ত্বকের মৃত কোষের স্তর উঠে যাবে। ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকবে।
-
ত্বকের পরিচর্যার সঙ্গে নজর দিন খাওয়া-দাওয়ার দিকেও। দিনে অন্তত ৪ লিটার পানি পান করুন। তেল-মশলা এড়িয়ে চলুন। বেশি করে ফল-মূল ও শাক-সবজি খান। ত্বক ও চুলের আসল ঔজ্জ্বল্য কিন্তু পুষ্টি থেকেই আসে।