স্কেটিংয়ে অনেক মজা
মাজার খেলা স্কেটিং নিয়ে এই অ্যালবাম।
-
স্কেটিংয়ের মজাই আলাদা। এই খেলার ছলে দ্রুত কোনো গন্তব্যেও পৌঁছা যায়। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে স্কেটিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
অনেকেই সকাল-বিকাল নিয়ম করে স্কেটিং করে থাকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনাসহ বিভিন্ন শহরে স্কেটিং খেলা ক্লাবের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে চলছে।
-
যানজটের রাস্তায় আটকে পড়া গাড়িকে পাশ কাটিয়ে সাঁই করে ছুটে যাওয়া স্কেটম্যানকে সুপারম্যান না ভাবলেও অনেকেই চোখ বড় বড় করে তাকায়! ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চাকাযুক্ত বিশেষ জুতা পরে গতিময় ছুটে চলার একমাত্র সহজ উপায় হলো স্কেটিং। বাংলাদেশের খেলোয়াড়রা স্কেটিংয়ের বিভিন্ন ক্যাটাগরির খেলায় বর্তমানে নিয়মিত অংশ নিচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাংলাদেশে স্কেটিং মোটামুটি ৩৩ বছর ধরে খেলা চলছে। আর্জেন্টাইন কোচ গ্রেগোসহ দুজন বাংলাদেশির হাত ধরে এর যাত্রা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।