জেনে নিন প্রেম নিবেদনসহ গোলাপ ফুলের ৭টি অসাধারণ ক্ষমতার কথা
শুধু প্রেমিক-প্রেমিকাকে উপহার নয়, গোলাপফুল আরো অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবার জানুন তার ৭টি ক্ষমতার কথা।
-
যে নামেই ডাকুন গোলাপের গুণ বদলাবে না। যুগ যুগ ধরে এই ফুল ভালোবাসার প্রতীক। খ্রিস্টিয় জগতে এই ফুলের আধ্যাত্মিক তাৎপর্যও বিপুল। কিন্তু এই গোলাপেরই এমন ৭টি নিরাময় গুণ রয়েছে।
-
গোলাপজলের উপকারিতা বহু। ত্বকের পরিচর্যার জন্য এই ভেষজের ব্যবহার অতি প্রাচীন।
-
গোলাপের পাপড়ি চিবিয়ে খেলেও উপকার অনেক। অনেকের মতে, এতে বাড়তি মেদ কমে। নিয়মিত সেবনে ঋতু সংক্রান্ত সমস্যাও মেটে বলে জানাচ্ছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ গাইনেকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স’।
-
ডিমনেশিয়া বা ওই জাতীয় স্মৃতি ঘটিত রোগকে প্রতিহত করতে সাহায্য করে গোলাপ। জানাচ্ছে ‘জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন’।
-
গোলাপের গন্ধ ডিপ্রেশন কাটায়। অবসাদ দূর করতে গোলাপের নির্যাসের ব্যবহার অতি প্রাচীন।
-
অ্যারোমাথেরাপিস্টরা জানাচ্ছেন, গোলাপের নির্যাস যৌন অক্ষমতা দূর করে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তা যৌনস্পৃহাকে বাড়ায়।
-
‘জার্নাল অফ ট্র্যাডিশনাল অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণাপত্র জানাচ্ছে, গোলাপের মধ্যে রয়েছে জীবাণু প্রতিরোধের গুণ।
-
গোলাপের পাপড়ি চিবিয়ে খেলে তা মাইগ্রেন প্রতিরোধে কাজ করে। মাইগ্রেনের চিকিৎসায় রোজ অয়েল ব্যবহৃত হয়।