হাতের নখের দাগই জানিয়ে দেবে অনেক রোগ সম্পর্কে
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮
আপডেট: ০৫:৩১ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮
আঙ্গুলের নখ থেকে জানা যেতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু। নখের মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেক কঠিন রোগ। অনেক রোগের আগাম আভাসও পেতে পারেন নখের রঙ দেখেই।
-
বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায় ফাটা নখ। এটি থাইরয়েডের একটি লক্ষণ হতে পারে। নখের রঙ হলুদ হলে ধরে নিতে হবে কোনো ফাংগাল ইনফেকশন রয়েছে।
-
নখের ওপরে সরু লাইন দেখা গেল তা বাতের পূর্বলক্ষণ হতে পারে। তবে নখের নীচে লালচে বা কফি রঙের হলে তা বাতের নিশ্চিত লক্ষণ।
-
নখের নীচে কালো দাগ হলে তা গুরুত্ব দিয়েই ভাবা উচিত। এটি মেলানোমা বা চামড়ার ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে।
-
নখের যে অংশের সঙ্গে চামড়ার যোগ থাকে সেখানে লালচে দাগ হলে সাবধান। এটি যক্ষ্মা লক্ষণ হতে পারে।
-
নখ নীলচে হয়ে গেলে সাবধান হতে হবে। ডায়বেটিস বা নিউমোনিয়ারও লক্ষণ হতে পারে।