যে ১০টি ঘরোয়া উপায়ে রোদে পোড়া মুখে ঝিলিক ফেরাবেন
যারা বাইরের কাজে বেশি সময় দেন তাদের অনেকেরই মুখ রোদে পুড়ে কালো হয়ে যায়। তাদের মুখে ঝিলিক ফেরানোর জন্য ১০ টি ঘরোয়া টিপস রইলো।
-
সান ট্যান থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় লেবু। লেবু কেটে মুখে মাখুন। লেবুর রস কিছুক্ষণ রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
-
২-৩ চামচ বেসন ও ১-২ চামচ দই নিন। দুটি উপাদান ভালো করে মেশান। এরপর মিশ্রণটি মুখে মেখে ২০-২৫ মিনিট বসে থাকুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
-
আলুর কেটেও মুখে মাখতে পারেন। এক্ষেত্রেও কিছুক্ষণ রেখে তুলে নিন।
-
মধু ও পাকা পেঁপে একসঙ্গে মেখে মিশ্রণ করুন। ৩০ মিনিট ধরে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন।
-
স্ট্রবেরি ও ক্রিমের মিশ্রণ তৈরি করুন। ২০ মিনিট লাগিয়ে বসে থাকুন।
-
ট্যান থেকে মুক্তি পেতে চন্দন কার্যকরী ঔষধি। মুখে লাগাতে পারেন চন্দন।
-
হলুদ ও দুধের মিশ্রণ তৈরি করুন। আধ ঘণ্টা মুখে মেখে থাকার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন।
-
অ্যালোভেরার রস বা জেল ত্বককে মসৃণ করে ও সান ট্যান দূর করে।
-
নারকেল দুধ ত্বকের ঝিলিক বাড়ায়।
-
বাটার মিল্ক ও ওটমিল মেশান। আধ ঘণ্টা মুখে ভাল করে ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে নিন।