সকালের নাস্তায় পাউরুটির ৯টি সুস্বাদু আইটেম
অফিস কিংবা স্কুলে যাবার আগে তাড়াতাড়ি নাস্তা করতে প্রায় সকলের পাতেই থাকে পাউরুটি। কিন্তু প্রতিদিন তো আর বাটার বা জ্যাম টোস্ট খেতে ভাল লাগে না। তাই জেনে নিন পাউরুটির ৯টি সুস্বাদু আইটেম বানানোর কথা।
-
ব্রেড বড়া : আলুর চপের মতো ভেজে নিন ব্রেডের বড়া। সস বা পছন্দের চাটনি দিয়ে খেতে পারেন।
-
ব্রেড বল্স : পাউরুটির মণ্ড বানিয়ে তা মুচমুচে করে ভেজে নিন। চিজে ডুবিয়ে খেয়ে ফেলুন গরম গরম।
-
ব্রেড ডোসা : পাউরুটি গুলিয়ে নিয়ে ভেজে নিন ডোসার মতো।
-
গার্লিক ব্রেড : পাউরুটি টোস্ট করে উপরে মাখিয়ে নিন গার্লিক সস।
-
ব্রেড ফ্রিটার্স : ফ্রিজে রাখা ব্রেড দিয়েও তৈরি করা যায় মুখরোচক ফ্রিটার।
-
ব্রেড স্টিকস : হাল্কা করে ভেজে নিয়ে পছন্দের সস ব্যবহার করে কেয়ে নিন।
-
ব্রেড পিৎজা : দোকান থেকে না কিনে, বাড়িতে থাকা পাউরুটি দিয়েই তৈরি করুন পিৎজা।
-
ব্রেড পাকোড়া : পছন্দের সস বা চাটনিতে ডুবিয়ে চটজলদি খেয়ে নিন এই রোল।
-
ব্রেড পোহা : মাত্র ১৫ মিনিট। পছন্দের সবজি ভেজে মিশিয়ে নিন পোহার সঙ্গে।