কনুই ও হাঁটুর কালো দাগ দূর করার সহজ ৮ উপায়
শরীরের অন্যান্য অংশ পরিষ্কার। কিন্তু কনুই ও হাঁটু কালো বলে পছন্দ মতো পোশাক পরতে পারেন না। নিয়মিত সাবান মাখার পরেও কালো দাগ থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এই সমস্যা থেকে বাঁচতে জেনে নিন ৮টি সহজ উপায়।
-
এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ দুধ মিশিয়ে কনুইতে লাগান। তারপরে ভালো করে ধুয়ে নিন। একদিন পর পর তা ব্যবহার করুন।
-
নিয়মিত নারকেল তেল কনুই ও হাঁটুতে মালিশ করুন।
-
আমন্ড অয়েলও দিনে একবার কালো অংশে মালিশ করলে উপকার পাবেন।
-
অ্যালোভেরা জেল কনুই ও হাঁটুতে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন।
-
লেবুর মতো ঘরোয়া টোটকা আর কিছু হতে পারে না। রোজ একবার করে লেবু দিয়ে স্ক্রাব করুন। তার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।
-
ভিটামিন-ই ক্যাপসুল কিনে নিন। ওই ক্যাপসুলটি কেটে তার সঙ্গে চিনি মেশান। এই মিশ্রণ দিয়ে এবার স্ক্রাব করুন। তারপরে ধুয়ে ফেলুন।
-
দইয়ের সঙ্গে ভিনিগার মিশিয়ে তা দিয়ে মালিশ করুন কনুই ও হাঁটুতে।
-
কাঁচা হলুদ গুঁড়োর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ২০ মিনিট ধরে মাসাজ করুন। তারপরে ধুয়ে ফেলুন।