চোখের পানি না ফেলে পেঁয়াজ কাটার ৯টি সহজ উপায়
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৫ আগস্ট ২০১৮
আপডেট: ০৩:১৪ পিএম, ০৫ আগস্ট ২০১৮
অনেকেই পেঁয়াজ কাটতে ভয় পান। কারণ পেঁয়াজ কাটতে গেলেই চোখের পানিতে দুই গাল ভেসে যায়। চোখে পানি জড়ানো ছাড়াই পেঁয়াজ কাটার সহজ ৯টি উপায় এবার জেনে নিন।
-
পেঁয়াজ কাটার সময় মুখে পাউরুটি রাখুন। পেঁয়াজের সালফিউরিক কম্পাউন্ড দ্রুত শুষে নেয় পাউরুটি।
-
পেঁয়াজ কাটার আগে ছুরিতে লেবুর রস লাগিয়ে নিন।
-
এক বাটি জলের মধ্যে পেঁয়াজ রেখে তা কাটুন।
-
পেঁয়াজ কাটার আগে ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভে রেখে গরম করুন।
-
পাশে একটি মোমবাতি জ্বালিয়ে রেখে পেঁয়াজ কাটুন।
-
পেঁয়াজ কাটার সময় মুখে চুইং গাম রাখুন।
-
কাটার আগে, পেঁয়াজ ফ্রিজে রেখে দিন আধ ঘণ্টার জন্য।
-
পেঁয়াজ কাটার সময় গগলস পরে নিতে পারেন।