শহরে এসেছে পানি তাল
গ্রাম থেকে শহরে এসেছে পানি তাল।
-
‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে’-এ কবিতা ছোটবেলায় আবৃত্তি করেনি, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। সেই লম্বা গাছের পানি তাল এখন রাজধানীর অলিগলিতে পাওয়া যাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গ্রীষ্মের দাবদাহে পানি তালের প্রচুর চাহিদা রয়েছে। কারওয়ান বাজার থেকে পানি তালের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গ্রামের চেয়ে দেশের বিভিন্ন শহরে পানি তালের কদর বেশি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পানি তাল একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নৌপথে রাজধানীতে পানি তাল আসছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।