ডিমের ৭টি প্রধান উপকারিতা
ডিমে অপকারের তুলনায় উপকারই বেশি। এবারের অ্যালবামে রয়েছে ডিমের ৭টি প্রধান উপকারিতা।
-
নিউট্রিয়েন্টস : একটি ডিমে থাকে ৭ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম ফ্যাট, ৮৪ মিলিগ্রাম কোলেস্টেরল ও ১.৬ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট। বিটামিন এ, ডি, বি৬, বি১২ ও আয়রন রয়েছে অল্প পরিমাণে। ক্যালোরির পরিমাণ মাত্র ৭৫।
-
শক্ত হাড় : ডিমে ভিটামিন বি থাকে, যা অন্যান্য খাবার থেকে ক্যালসিয়াম নিতে সাহায্য করে। এর ফলে হাড়ের স্বাস্থ্য ভাল থাকে।
-
ডায়াবেটিস রয়েছে, তারা সপ্তাহে ১২টি ডিম খেতে পারেন। এতে হৃদযন্ত্রের ক্ষতি হয় না।
-
হৃদযন্ত্র ভালো থাকে : ডিম খেলে হার্টের সমস্যা হয় এমনটাই ধারণা ছিল এতদিন। কিন্তু, আদতে তা একেবারেই নয়। বর্তমান সমীক্ষা বলছে, প্রতিদিন একটি করে ডিম খেলে হার্টের সমস্যা বরং দূরেই থাকে।
-
চুল ও নখ : ডিমে প্রচুর পরিমাণে সালফার ও অ্যামাইনো অ্যাসিড থাকে, যা চুল ও নখ বৃদ্ধিতে সাহায্য করে।
-
ওজন বৃদ্ধি : মাত্র ৭৫ ক্যালোরি থাকে একটি ডিমে। এবং ডিম খেলে পেটও ভরে। ফলে ওজন বাড়ে না। কিন্তু শরীরে এনার্জিও দেয়।
-
দৃষ্টিশক্তি : ডিমে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা চোখ ভালো রাখতে সাহায্য করে।