যেসব কারণে ব্রেস্ট ক্যানসার হতে পারে
এক নজরে দেখে নেয়া যাক কী কী কারণে হতে পারে ব্রেস্ট ক্যানসার।
-
কায়িক শ্রম না করা : শরীরের ওজন বেড়ে গেলে এস্ট্রোজেন ও ইনসুলিন হরমোন বেশি পরিমাণে তৈরি হয়, যা ক্যানসার হওয়ারে একটি প্রধান কারণ। ফলে, এক্সারসাইজ করা ও ঘাম ঝরানো খুবই প্রয়োজন।
-
মদ্যপান ও ধূমপান : সারা সপ্তাহ কাজ করার পরে সপ্তাহান্তে পার্টি। আর পার্টি মানেই যে সেখানে মদ্যপান বা ধূমপান হবে, তা বলাই বাহুল্য। এবং এই দুই অভ্যাসই ধীরে ধীরে নিয়ে ব্রেস্ট ক্যানসারের দিকে।
-
গর্ভনিরোধক বড়ি ও হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি : খুব বেশি গর্ভনিরোধক বড়ি খাওয়া বা কারণে-অকারণে ঋতুচক্র বন্ধ করার ফল হয় মারাত্মক।
-
ওজন : ১৮ বছর পরে সচেতন হওয়া খুবই প্রয়োজন। শরীরের ওজন অবশ্যই কম রাখা উচিত। এবং একইভাবে মেনোপজের পরেও শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত।
-
ডিওডরান্ট ও পারফিউম : এই বস্তুগুলোতে ক্ষতিকারক কেমিক্যাল থাকে যা ব্রেস্ট ক্যানসারের জন্য ‘আদর্শ’। ডিও বা পারফিউম মূলত ব্যবহার করা হয় বগোলে, যা স্তনের কাছেই।
-
গর্ভপাত : গর্ভবতী মহিলার শরীরে হরমোন সাইকেল পাল্টে যায়। এবং গর্ভপাতের ফলে সেই পরিবর্তন ব্রেস্ট ক্যানসারের দিকে নিয়ে যায়।
-
ব্রেস্ট ইমপ্লান্ট : রিসার্চ বলছে, ৩৫০০০এর মধ্যে একজনের ব্রেস্ট ক্যানসার হতে পারে ব্রেস্ট ইমপ্লান্ট করলে। তা সত্ত্বেও, এমন ব্যাপার না করার উপদেশই দেন চিকিৎসকেরা।