বেশি পরিমাণে মাংস খেলে যেসব ক্ষতি হতে পারে
শরীর বৃদ্ধির জন্য যেমন মাংস খাওয়া প্রয়োজন, তেমনি বেশি পরিমাণে মাংস খেলেও হতে পারে নান রোগ-ব্যাধি।
-
ওজন বৃদ্ধি— মাংস খেলে সত্যিই দৈহিক ওজন বৃদ্ধি পায়। কারণ মাংসে অনেক ক্যালোরি থাকে।
-
ওজন বৃদ্ধির পাশাপাশি নিয়ম করে মাংস খেলে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হয়। যা পেশী গঠনে সাহায্য করে। শারীরিক আকৃতি ঠিক থাকে।
-
কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি- চর্বিযুক্ত মাংসে শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। মাংসের ফ্যাট আবার শরীরের পক্ষে অত্যাবশ্যকীয়।
-
প্রতিদিন চর্বিযুক্ত মাংস খাওয়া শরীরের পক্ষে বিপজ্জনক। তবে চর্বি ছাড়া মাংসে কোলেস্টেরল বাড়ার সম্ভবনা নেই।
-
ক্যানসারের সম্ভবনা বৃদ্ধি-বহুল কথিত বিষয় হলো, মাংস খেলে ক্যানসার হওয়ার সম্ভবনা বহুগুণ বেড়ে যায়।
-
বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন অতিরিক্ত মাংস খাওয়া ক্যানসারের অন্যতম কারণ হতে পারে। তবে উপযুক্ত শারীরিক ব্যায়াম, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ক্যানসার দূরে থাকে।
-
বাতের ব্যথা- বাতের ব্যথায় অনেক চিকিৎসকই রেড মিট খেতে বারণ করেন।
-
চর্বিযুক্ত রেডমিট বাতের ব্যথা বাড়িয়ে তোলে। তবে চর্বি ছাড়া মাংস খেলে, ব্যায়াম করলে, প্রচুর পানি পান করলে বাতের ব্যথা দূরে থাকে।
-
মাংসে কেবল ফ্যাট- অনেকেই মাংস খাওয়ার অপকারিতা বোঝাতে গিয়ে ফ্যাটের উল্লেখ করেন। বলেন, মাংস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর।