অফিস টাইমে কিছু উপকারি খাবার সম্পর্কে জেনে নিন
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ এপ্রিল ২০১৮
আপডেট: ০৩:৫৮ পিএম, ১৬ মে ২০১৮
অফিসে বসে কাজের ফাঁকে অনেকে সময় খেতে ইচ্ছে করে। এবারের থাকছে অফিস টাইমে কিছু উপকারি খাদ্যের কথা।
-
অফিসে কাজের ফাঁকে একটু করে ফল খাওয়ার অভ্যেস করুন। এর ফলে স্বাস্থ্য ভাল থাকবে।
-
টিফিনে খাবার পর দই খাওয়া খুবই উপকারি। মিষ্টি বা টক দই, যেটা ইচ্ছে সেটাই খেতে পারেন। তবে সুগার থাকলে টক দই খাওয়াই ভালো।
-
বিভিন্ন সবজির মিশ্রণ সঙ্গে রাখুন। খিদে পেলে নিজের জায়গায় বসেই খেতে পারবেন।
-
কাজের ফাঁকে একটু করে বাদাম খান। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তবে বেশি মাত্রায় বাদাম খেলে পেট খারাপ হতে পারে।
-
গরম পড়ছে। কাজের ফাঁকে বেরিয়ে গিয়ে ডাবের জল খেয়ে নিন। এতে শরীর ঠান্ডা থাকে।
-
অনেকেই কাজের ফাঁকে ঠিক মতন খাওয়ার সময় পান না। তাদের জন্য চকলেট সবচেয়ে ভাল খাদ্য। খিদেও মিটবে এবং কাজ করার এর্নাজিও পাবেন।
-
চা, কফির নেশা থাকলে, অবসরে গ্রিন টি খান। তবে চেষ্টা করবেন চিনি ছাড়া খেতে।