ফ্রিজের দুর্গন্ধ দূর করতে সহজ ৭ উপায়
ফ্রিজ খুললেই গন্ধ বেরোয়। তাহলে হাতের সামনে রাখুন এই ঘরোয়া জিনিসগুলো।
-
ভিনিগার : একটু জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে ৪ দিন মতো ফ্রিজে রাখুন। দারুণ ফল পাবেন।
-
কফি : একটা ছোট কাপে করে, কফি গুঁডো ২ থেকে ৩ দিন ফ্রিজে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ চলে যাবে।
-
পাতিলেবু : একটা পাতিলেবু চার টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিন। কিন্তু এক জায়গায় রাখবেন না। ৩ থেকে ৪ দিন রাখুন। দুর্গন্ধ চলে যাবে।
-
পাউরুটি : পাউরুটি প্যাকেট থেকে খুলে ফ্রিজে রাখুন। ১ দিন ফ্রিজে থাকলেই, দেখবেন অনেকটা গন্ধ চলে গেছে।
-
খাবার সোডা : ফ্রিজ থেকে দুর্গন্ধ বেরোলে, একদিন ফ্রিজ সম্পূর্ণ খালি করে এক কাপ বেকিং সোডা ৬ থেকে ৮ ঘণ্টা রেখে দিন। ফল পাবেন ম্যাজিকের মতো।
-
চারকোল : ফ্রিজের উষ্ণতা কিছুটা কমিয়ে, এক বাটি চারকোল ফ্রিজে রেখে দিন। ৩ দিন মতো রেখে দেখুন, দারুণ ফল পাবেন।
-
ভ্যানিলা : ফ্রিজ সম্পূর্ণ ফাঁকা করে, একটি তুলোতে কিছুটা ভ্যানিলা নিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। দুর্গন্ধ একদম থাকবে না।