গুড়ের যত গুণ
এবারের অ্যালবাম সাজানো হয়েছে গুড়ের নানান গুণ নিয়ে।
-
শরীরের নানা রোগব্যাধি কমাতে গুড়ের জুড়ি মেলা ভার। এমন কী, নিয়মিত গুড় খেলে বাড়বে না আপনার ওজনও। এমনটাই জানিয়েছেন ভারতের দিল্লির সুখদা হাসপাতালের চিকিৎসক মনোজকে আহুজা।
-
গুড়ে উপস্থিত ভিটামিন এবং খনিজ দ্রব্য, বিশেষত পটাশিয়াম শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে। এটি অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং মেদ ঝড়াতে খুবই উপযোগী।
-
পাচনকারী এনজাইমের সংখ্যা বৃদ্ধি করে গুড়। আমাশয়জনিত সমস্যার সমাধানেও এটি অত্যন্ত কার্যকরী।
-
ক্ষতিকর টক্সিনকে যকৃত থেকে দূর করতেও গুড়ের জুড়ি মেলা ভার।
-
সর্দি-কাশি প্রভৃতি রোগের হাত থেকে মুক্তি পেতে রোজ গরম জল বা চায়ে গুড় মিশিয়ে খেলে উপকার পাবেন।
-
রক্ত পরিশোধন করতে গুড় দারুণ উপকারী। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বৃদ্ধি করে গুড়।
-
জিঙ্ক ও সেলেনিয়ামের গুণ সমৃদ্ধ গুড় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।
-
মহিলাদের ঋতুস্রাবের ব্যথার উপশম হিসাবে এটি খুবই কার্যকরী।
-
এটি অ্যানিমিয়া প্রতিরোধ করতেও সাহায্য করে।