লম্বা চুলের জন্য সহজ ৮ টিপস
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৩ মার্চ ২০১৮
আপডেট: ০১:২৯ পিএম, ০৩ মার্চ ২০১৮
নারীর মাথায় লম্বা, ঘন ও কালো চুল থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেকের মাথায় সেই চুল না থাকায় হতাশ হয়ে যান। এবারের অ্যালবামে থাকছে লম্বা চুলের জন্য সহজ ৮ টিপস।
-
নিয়মিত চুল ট্রিম করুন : ৮ থেকে ১০ সপ্তাহ অন্তর চুলের ডগা কেটে নিন।
-
কনডিশনার ব্যবহার করুন : শ্যাম্পু ব্যবহার করল অবশ্যই কনডিশনার লাগান চুলে।
-
হট অয়েল মাসাজ : সপ্তাহে একবার অন্তত এই মাসাজ খুবই উপকারী।
-
শোয়ার আগে চুল আঁচড়ানো : রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে চুল আঁচড়ে নিন।
-
ভিজে চুল খোলা রাখুন : গোসলের পরে ভিজে চুল কখনওই তোয়ালে মুড়িয়ে রাখবেন না।
-
চুল উলটে রাখুন : প্রতিদিন অন্তত ৩ থেকে ৫ মিনিট মাথা নীচু করে চুল উলটে রাখুন।
-
স্ট্রেস মুক্ত থাকুন : চেষ্টা করুন দুশ্চিন্তা থেকে দূরে থাকতে।
-
ডিমের উপকারিতা : ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ তেল মিশিয়ে তা মাথায় মাখুন।