যে ৮টি উপসর্গতে বুঝবেন শীঘ্রই ডায়াবেটিসে আক্রান্ত হবেন
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৮
আপডেট: ০৪:৩৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৮
খুব শীঘ্রই ডায়াবেটিসে আক্রান্ত হবেন এই ৮টি উপসর্গ দেখলে।
-
ঘন ঘন জল পিপাসা পাওয়া এবং বার বার প্রস্রাব করা। একজন সাধারণ মানুষ ২৪ ঘণ্টায় ৪ থেকে ৭ বার প্রস্রাবে যান।
-
বার বার প্রস্রাবে যাওয়ায় শরীরে জলের পরিমাণ কমতে থাকে। ফলে মুখ শুকিয়ে যায় এবং ত্বকও শুষ্ক হতে থাকে। এর ফলে ডিহাইড্রেশন পর্যন্ত হতে পারে।
-
চোখে কম দেখা বা ঝাপসা দেখাও ডায়াবেটিসের উপসর্গ।
-
ডায়াবেটিস হওয়ার আগে খুব ঘন ঘন খিদেও পায়। বিশেষ করে খাবার খাওয়ার পরেই যেন আরও বেশি করে খিদে পায়।
-
হঠাৎ করে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া।
-
সারাদিন ক্লান্তি অনুভব করলে আর ঘুম পেলে বুঝবেন ডায়াবেটিস খুব শীঘ্রই হানা দেবে।
-
কেটে বা ছিড়ে গেলে যদি শুকোতে সময় লাগে, বুঝতে হবে ডায়াবেটিস হতে পারে।
-
প্রায়ই মাথার যন্ত্রণা করলে ডায়াবেটিস চেক করিয়ে নিন।