অদ্ভুত ৮ খাবার
এবারের অ্যালবামে থাকছে অদ্ভুত আর আকর্ষণীয় সব খাবার।
-
ব্ল্যাক ফুড : খাবারের রং কালো! দেখতেই অদ্ভুত। আর যত অদ্ভুত, ততই হিট। চারকোল দিয়ে তৈরি বার্গার, আইসক্রিম, পাস্তা, ডিম সাম র্যাপ।
-
রঙিন খাবার : সারা বিশ্বে নিউট্রিশনিস্টরা যেখানে খাবারে সিন্থেটিক রং ব্যবহারের বিরোধিতা করছেন, সেখানে রঙিন সব জাঙ্ক ফুড।
-
গ্লিটার অন ফুড : খাবারের অতিরিক্ত রঙই যেখানে অস্বাস্থ্যকর, সেখানে খাবারের উপর গ্লিটার ছড়ানো।
-
গোল্ড ফ্লেক : হঠাৎ হিরিক পড়েছিল সোনার গুঁড়ো ছড়ানো খাবারের। আইসক্রিম, কফি সব কিছুই উপরেই ছড়ানো রয়েছে গুঁড়ো সোনা।
-
ফুড ইন বোল : দেখতে রঙিন আর গালভরা নাম হলেও অদ্ভুত স্বাদ ও খেতে অসুবিধার কারণে ফুডিদের বিশেষ মনোরঞ্জন করতে পারেনি এই সব ফুড বোল।
-
ওভার দ্য টপ ডেজার্ট : ডোনাট, ফ্রেশ কেক, আইস ক্রিম, ওয়াফল, ব্রাউনি, চকোলেট সব কিছুই একসঙ্গে চাই ডেজার্টে।
-
মলিকিউলার গ্যাস্ট্রোনমি : প্রায় সারা বছরই ইনস্টাগ্রামে দেখা গেছে এই খাবারগুলো। চিকেন, এগ, পাস্তা সবই ধোঁয়ায় ঢাকা।
-
টারমারিক ল্যাটে : স্বাস্থ্য সচেতন প্রজন্ম এখন টারমারিক ল্যাটের দিকে ঝুঁকছে।