গরম পানিতে গোসল করার উপকারিতা
অনেকেই শীত এলে গরম পানি দিয়ে গোসল দিয়ে গোসল করতে পছন্দ করেন। আবার অনেকে আবার শীত-গ্রীষ্ম সারা বছরই গরম পানি দিয়ে গোসল করতে পছন্দ করেন।
-
শীত পড়ছে। গরম পানিতে নিয়মিত গোসল করুন। এতে অনেক উপকার পাবেন।
-
গরম পানিতে গোসল করলে শরীরের তপমাত্রাও বাড়ে। যার ফলে শরীরের পেশিগুলিও আরাম অনুভব করে। শারীরিক ও মানসিক শান্তি পাওয়ার জন্য তাড়াতাড়ি ঘুম আসে। ফলে অনিদ্রায় যারা ভোগেন তাদের গরম পানিতে গোসল করা উচিত।
-
গরম পানিতে করলে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে মাথার যন্ত্রণা কমে।
-
সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলেও গরম জলে স্নান করা উচিত। নিঃশ্বাসে সমস্যা হলেও গরম পানিতে গোসল করুন।
-
ডায়াবেটিস হলে গরম পানিতে গোসল করুন। রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমে এতে। ফলে ওজন কমতেও সাহায্য করে গরম জল।
-
বাতের ব্যথা থেকে রেহাই পেতেও গরম পানিতে গোসল করতে পারেন।
-
উচ্চ-রক্তচাপের সমস্যা থাকলেও গরম পানিতে গোসল করতে পারেন।
-
গরম পানিতে গোসল করার ফলে স্ট্রেসমুক্ত হওয়া যাবে।
-
ফিট থাকতে এবং নিজের শরীরকে ঠিক রাখতে গরম পানিতে গোসল করুন।
-
ত্বক সুস্থ রাখতেও গরম পানিতে গোসল করা উচিত। পানিতে গোসল স্নান করলে ত্বক থেকে মরা কোষ বেরিয়ে যায়।
-
মস্তিষ্ক শান্ত রাখতে এবং বুদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে।