ব্যবহৃত টি ব্যাগ দিয়ে যে ৫টি কাজ করা যায়
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৭
আপডেট: ০৬:১০ পিএম, ০৬ এপ্রিল ২০২৪
আমরা টি ব্যাগ একবার ব্যবহার করেই ফেলে দেই। কিন্তু ব্যবহার করা টি ব্যাগ বেশকয়েটি কাজে লাগানো যায়।
-
চা পাতা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই গোসলের আগে বাথটাবের পানিতে টি ব্যাগ ডুবিয়ে রাখুন। তাহলে আপানার ত্বক আরও ঝরঝরে হবে।
-
টি ব্যাগের চা পাতা টবের মাটিতে মিশিয়ে দিন। এতে মাটি উর্বর হয়।
-
ব্যবহৃত টি ব্যাগ আবারও জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে, ওই পানিতে ভিজিয়েই পরিষ্কার করে নিন কাচ ও আয়না।
-
চা পাতা ফুটিয়ে, সেই পানি দিয়ে নিয়মিত চুল ধুতে পারেন। অথবা, ভেজা চা পাতা চুলের গোড়ায় মাখিয়ে রাখুন গোসলের আগে। এর ফলে চুলের উজ্জ্বলতা বাড়ে।
-
ব্যবহৃত টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে রাখুন। এই পানি দিয়েই তৈলাক্ত বাসন ধুয়ে নিন। শুধু যে তেলচিটচিটে ভাব চলে যায় তাই নয়, বাসন ব্যাক্টেরিয়া মুক্তও হয়।