শীতে ত্বক ভালো রাখার সহজ ৮ উপায়
আসছে শীত। তাই শীতে শুষ্ক আবহাওয়া থেকে ত্বক ভালো রাখার সহজ ৮ উপায় জেনে নিন।
-
শীতকালে বাজারের সাধারণ স্ক্র্যাব ব্যবহার করবেন না, এর পরিবর্তে দই এবং চিনি দিয়ে তৈরি করা স্ক্র্যাব ব্যবহার করুন। এ স্ক্র্যাব ব্যবহার করলে ত্বক নরম এবং আকর্ষণীয় থাকবে।
-
শীতে ত্বক ভালো রাখতে পুষ্টিকর খাবার বেশি করে খান। বাদাম, ভেজিটেবল অয়েল খান নিয়ম করে। এতে ত্বক ভালো থাকবে।
-
শীতের সময় খুব বেশি স্ক্র্যাব করবেন না। তৈলাক্ত কিছু দিয়ে মুখ পরিষ্কার করার চেষ্টা করুন।
-
শীতের সময়ও যাতে রোদ না লাগে, সেদিকে খেয়াল রাখুন। তার জন্য ক্রিম বেসড সানস্ক্রিন ব্যবহার করুন।
-
শীতকালে ঠান্ডার কারণে অনেকেই পানি কম পান করেন। শীতের সময়ও সবার পরিমাণমত পানি পান করা উচিৎ। শুষ্ক মৌসুমে ত্বক ভালো রাখতে প্রতিদিন ৮-১০ গ্লাস করে পানি পান করুন।
-
শীতের সময় ত্বক ভালো রাখতে শুধু ক্রিম ব্যবহার করলেই হবে না, ফেস অয়েলও ব্যবহার করুন।
-
শীতের সময় গরম জলে গোসল করবেন না। এতে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই হালকা গরম পানিতে গোসল করুন। এতে ত্বক ভালো থাকবে।
-
শীতের মৌসুম শুরু হতেই উন্নতমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক ভালো থাকবে।