রূপচর্চায় ঘি ব্যবহারের ৫ টিপস
সুস্বাস্থ্যের জন্য ঘি খাওয়ার অনেক গুণের কথা আমরা জানি। সেই সঙ্গেই রয়েছে প্রচুর বিউটি বেনিফিটও। প্রতিদিনের রূপচর্চায় তাই অবশ্যই রাখুন ঘি। রূপচর্চায় ঘি ব্যবহারের ৫ টিপস নিয়ে এবারের অ্যালবাম।
-
ডার্ক সার্কল : ঘুমানোর আগে ঘি চোখের পাতা ও চোখের কোলে লাগান। সকালে উঠে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই রুটিন মেনে চললে চোখের কোলের কালি দূর হবে।
-
ফাটা ঠোঁট : আঙুলের ডগায় অল্প ঘি নিয়ে ফাটা ঠোঁটে লাগান। সারা রাত লাগিয়ে রাখুন। সকালে উঠে নরম, সুন্দর ঠোঁট পেয়ে যাবেন।
-
শুষ্ক ত্বক : ঘি গরম করে স্নানের আগে সারা গায়ে মাসাজ করুন। মুখ যদি খুব শুষ্ক হয় তাহলে পানির সঙ্গে ঘি মিশিয়ে মুখে মাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
-
নির্জীব ত্বক : ত্বক ময়শ্চারাইজ করতে ঘি, দুধ ও বেসন মিশিয়ে প্যাক তৈরি করে লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
-
চুল : চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যায় ঘি গরম করে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।