শীতের শুরুতে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়ার ৬ টিপস
একটু একটু করে শীত পড়তে শুরু করেছে। তাই এখনই সবার ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। তৈলাক্ত ত্বকও এই সময় শুষ্ক হতে থাকে। জেনে নিন কীভাবে যত্ন নেবেন তৈলাক্ত ত্বকের।
-
সানস্ক্রিন : সঠিক সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন তৈলাক্ত ত্বকের জন্য। জেল বেসড সানসক্রিন নয়, ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন।
-
এক্সফোলিয়েট : তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডসের সমস্যা থাকে। শীতকালে যা প্রকটভাবে মুখে ফুটে ওঠে। তাই এই সময় নিয়মিত ত্বক পরিষ্কার ও এক্সফোলিয়েট করা প্রয়োজন।
-
টি ট্রি অয়েল : এই সময় ঠান্ডা পানিতে স্নান করলে সর্দি, কাশির সম্ভাবনা থাকে। কিন্তু গরম পানিতে স্নান করলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই গোসলের পানিতে মেশান টি ট্রি অয়েল।
-
অয়েল ফ্রি মেকআপ : যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে শীতকালে অয়েল ফ্রি মেকআপ ব্যবহার করুন। আবহাওয়া শুষ্ক বলে অয়েল বেসড মেকআপ ব্যবহার করতে যাবেন না। এতে ধুলো, ময়লা ত্বকে বসে গিয়ে ত্বকের ক্ষতি হবে। ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করুন।
-
হেলদি ডায়েট : শীতের সময় শরীরকে এই বদলের সঙ্গে মানিয়ে নিতে হয়। যার প্রভাব ত্বকেও পড়ে। তাই সবচেয়ে আগে নজর দেওয়া উচিত ডায়েটে।