নানা গুণে ভরপুর নিমপাতা
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১২:৫৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪
প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগ-প্রতিরোধের কাজে নিমপাতার ব্যবহার হয়ে আসছে। গুণে ভরপুর এই নিম পাতার স্বাদ তেতো। তবে ত্বকের সমস্যা থেকে শুরু করে একজিমা, ফোড়ার মতো গোটা (বয়েল), ত্বকের আলসার, রিং ওয়ার্ম নামক ছত্রাকের সংক্রমণসহ নানান সমস্যায় নিমপাতা বেশ কার্যকরী।
-
অ্যালার্জি, একজিমা ও চর্মরোগ নিয়ন্ত্রণে নিম যেন মহৌষধ। ছবি: সংগৃহীত
-
কেটে গেলে বা পুড়ে গেলে ক্ষত স্থানে এই পাতার রস ওষুধের মতো কাজ করে। ছবি: সংগৃহীত
-
রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে বিষাক্ত, ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ-সতেজ ও রোগমুক্ত রাখতে নিমপাতার রস খুবই কার্যকরী। ছবি: সংগৃহীত
-
মুখের দুর্গন্ধ ও দাঁতের জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে নিম পাতা কার্যকর। এ জন্য আগে নিমের দাঁতন ব্যবহার করা হত। ছবি: সংগৃহীত