সহজ উপায়ে মুখের কালো দাগ দূর করবেন যেভাবে
মুখের কালো দাগ দূর করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু তারপরেও তারা এ সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন না। এবার জেনে নিন সহজ উপায়ে মুখের কালো দাগ দূর করবেন যেভাবে।
-
অ্যালোভেরা জেল ও গোলাপ জল: অ্যালোভেরা জেল ভিটামিন সি সমৃদ্ধ। এটি ত্বককে কিছুটা হলেও ব্লিচ করে। এ ক্ষেত্রে ব্রণ কিংবা পিম্পল সেরে যাওয়ার পর যে কালো দাগ রয়ে গেছে সেখানে সামান্য অ্যালোভেরা জেল লাগাতে হবে। তবে মাথায় রাখতে হবে, অ্যালোভেরা জেলে কারও কারও অ্যালার্জি হয়। তাই এর সঙ্গে সামান্য গোলাপ জলও মেশাতে হবে। ছবি: সংগৃহীত
-
কাঁচা দুধ ও হলুদ: কাঁচা দুধ ত্বককে এক্সফোলিয়েট করে। শুষ্ক ত্বকের সমস্যা মেটাতেও এটা দারুণ কার্যকরী। মুখের কালো দাগ-ছোপ নিরাময়ে কাঁচা দুধের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। এজন্য কাঁচা দুধে এক চিমটে হলুদ মিশিয়ে নিয়ে তারপর সেটা মুখে লাগাতে হবে। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই উপকার পাওয়া যাবে। ছবি: সংগৃহীত
-
কফি পাউডার ও মধু: কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা ত্বকের জন্য খুব উপকারী। এ জন্য প্রথমে কফি পাউডারের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে ঘষতে হবে আলতো হাতে। এটা শুধু কালো দাগই কমাবে না, ব্ল্যাককহেডসের সমস্যাও মেটাবে। ছবি: সংগৃহীত
-
চন্দন এবং হলুদ: চন্দন এবং হলুদ উভয়েরই ত্বক উজ্জ্বল করার ক্ষমতা রয়েছে। এই দুটি উপাদান প্রথমে দুধে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে নিলেই হবে। ছবি: সংগৃহীত