চুলের যত্নে দই
চুল নিয়ে অনেকেরই সমস্যার শেষ নেই। তারা চুল ভালো রাখতে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে দই ব্যবহার করে চুলের অনেক সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন।
-
চুলে পুষ্টির জোগান দিতে টক দইয়ের জুড়ি মেলা ভার। প্রত্যেকদিন সম্ভব না হলেও সপ্তাহে তিন দিন নিয়ম করে মাথায় টক দই মাখলে চুল পুষ্টিকর ও ঘন হয়। ছবি: সংগৃহীত
-
দইয়ের মধ্যে জিংক, ভিটামিন বি-সহ আরও অনেক উপাদান আছে যেগুলো চুলকে মজবুত করার পাশাপাশি চুলকে লম্বায় বাড়তেও সাহায্য করে। ছবি: সংগৃহীত
-
দইয়ের মধ্যে জ্বালা উপশমকারী উপাদান আছে। এ কারণেই খুশকি কমাতে দই ভীষণই কার্যকরী। ছবি: সংগৃহীত
-
গ্রীষ্মকালে শুধু মুখের ত্বকই নয়, মাথার স্কাল্পও তেলা হয়ে যায়। ঠিক তেমনই শীতকালে মুখের ত্বকের ও স্কাল্পও রুক্ষ হয়ে যায়। ফলে চুলে জট পড়াসহ অন্যান্য সমস্যা দেখা যায়। নিয়মিত টক দই মাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ছবি: সংগৃহীত
-
বাইরের ধুলো বালি আমাদের চুলের ভীষণ ক্ষতি করে। চুলের স্বাভবিক জৌলুস কমে যায়। তাই চুলের উজ্জ্বলতা ধরে রাখতে ঘরোয়া এই প্যাক ব্যবহার করুন। প্যাক বানাতে এক চামচ লেবুর রস, একটু মেথি গুঁড়া এবং টক দই নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাক মাথায় মেখে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা মাথায় রেখে ভালো করে শ্যাম্পু করে নিন। ছবি: সংগৃহীত