অ্যান্টিসেপ্টিক ছাড়াও ফিটকিরি যেসব কাজে লাগে
যুগ যুগ ধরে অ্যান্টিসেপ্টিক হিসেবে ফিটকিরি ব্যবহার হয়ে আসছে। তবে এছাড়া আরও অনেক কাজে এটি ব্যবহার হয় থাকে। জেনে নিন এটি আরও যেসব কাজে ব্যবহার করা হয়।
-
দাড়ি কাটার সময় মুখের কোনো জায়গায় কেটে গেলে সেখানে ফিটকিরি লাগানো হয়। ক্ষতস্থানে ফিটকিরি লাগালে তা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এবং রক্তক্ষরণ থামাতে সাহায্য করে। ছবি: সংগৃহীত
-
তবে ফিটকিরি শুধু রাস্তার পাশের আদি, অকৃত্রিম সেলুনেই দেখা যায়। পার্লারের ভিড়ে এই সেলুনের সংখ্যা ক্রমশ কমে আসছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে ফিটকিরির ব্যবহারও। ছবি: সংগৃহীত
-
ফিটকিরি শুধু মাত্র অ্যান্টিসেপ্টিক হিসাবেই ব্যবহার করা হয় না, এর অন্য অনেক উপকারিতাও রয়েছে। ফিটকিরির সঠিক ব্যবহার জানলে আপনার দৈনন্দিন জীবনের প্রসাধনীর খরচও কমে যাবে। ছবি: সংগৃহীত
-
বাজারে ‘আফটার শেভ প্রোডাক্ট’-এর প্রচলন কমবেশি রয়েছে। তবে কেউ চাইলে দামি প্রসাধনী ব্যবহার না করে সহজলভ্য ফিটকিরিও ‘আফটার শেভ প্রোডাক্ট’ হিসাবে ব্যবহার করতে পারেন। ছবি: সংগৃহীত
-
পুরুষরা দাড়ি কামানোর পর যদি সামান্য পরিমাণ ফিটকিরি ব্যবহার করেন, তা হলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে। ছবি: সংগৃহীত
-
কোঁচকানো ত্বক এমনকি, মুখের দাগ কমাতেও ফটকিরি ব্যবহার করা হয়। ছবি: সংগৃহীত
-
সকালে মুখে নিয়মিত সামান্য ফিটকিরি লাগিয়ে পানি দিয়ে ধুয়ে নিলেও উপকার পাওয়া যাবে। মুখে ব্রণ দেখা দিলেও তা কমে যাবে। ছবি: সংগৃহীত
-
মুখের দুর্গন্ধ দূর করতেও ফিটকিরির ভূমিকা অনস্বীকার্য। গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে কুলিকুচি করলে মুখের দুর্গন্ধ কমে। ছবি: সংগৃহীত
-
মুখের ভিতর আলসার অথবা মাড়ি থেকে রক্ত বেরোলেও ফিটকিরির মাধ্যমে রেহাই পাওয়া যায়। ছবি: সংগৃহীত
-
আলসারের উপর ৪০ সেকেন্ড মতো ফিটকিরি গুঁড়ো লাগিয়ে রাখলে মুখের ভিতর আলসারের ক্ষত কমতে শুরু করে। ছবি: সংগৃহীত
-
পানিভর্তি বালতিতে সারারাত ফটকিরি মিশিয়ে সেই পানি দিয়ে সকালে গোসল করলে চুলের বিভিন্ন ধরনের সমস্যা কমে যায়। ছবি: সংগৃহীত
-
শ্যাম্পুর বদলে ফিটকিরি দেওয়া পানি দিয়ে চুল ধুইলেও চুল পরিষ্কার হয়। এমনকি উকুন মারতেও ফিটকিরি দেওয়া পানি সাহায্য করে। ছবি: সংগৃহীত
-
মুখের চামড়া যেন কুঁচকে না যায়, সেই কারণে নামি ব্র্যান্ডের বহু দামি প্রসাধনী ব্যবহার করা হয়। কিন্তু এর বদলে ব্যবহার করা যায় ফিটকিরিও। ছবি: সংগৃহীত
-
গোলাপজলের সঙ্গে সামান্য পরিমাণ ফটকিরি মিশিয়ে মুখে লাগালে তা ‘অ্যাস্ট্রিনজেন্ট’ হিসেবে কাজ করে। ছবি: সংগৃহীত
-
শুধু ত্বক বা চুল নয়, গায়ের দুর্গন্ধ থাকলেও তা দূর হতে পারে ফিটকিরির মাধ্যমে। ছবি: সংগৃহীত
-
রোজ গোসলের সময় পানিতে নিয়মিত ফিটকিরি গুঁড়ো মিশিয়ে গোসল করলে গায়ের দুর্গন্ধ দূর হয়। আলাদাভাবে সুগন্ধির ব্যবহার না করলেও চলে। ছবি: সংগৃহীত