তারুণ্য ধরে রাখবে যেসব ফলের রস
তারুণ্য ধরে রাখতে চান সবাই। তবে এজন্য বেশি কিছু নিয়ম মেনে চলতে হবে। খেতে কিছু স্বাস্থ্যকর খাবার। এবার জেনে নিন যেসব ফলের রস নিয়মিত খেলে ৫০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন।
-
কমলার রস: আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর অনুযায়ী, আপনার বয়স ৫০ বছরের বেশি হলে আপনি তাজা কমলার রস খেতে পারেন। এটি শরীরে অনেক পুষ্টি সরবরাহ করে। ভিটামিন ডি সমৃদ্ধ কমলার রস বয়স্ক ব্যক্তিদের জন্য শক্তি যোগাতে কাজ করে। কারণ খাবারে প্রায়শই ভিটামিন ডি-এর অভাব থাকে। বয়সের সঙ্গে হাড়ের সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত
-
স্ট্রবেরি জুস: ৫০ বছর বয়সের পরে, প্রত্যেক পুরুষ এবং নারীর খাদ্যতালিকায় স্ট্রবেরির পাশাপাশি অন্যান্য বেরির জুস অন্তর্ভুক্ত করা উচিত। এই জুস ত্বকের জন্য উপকারি। স্ট্রবেরি ভিটামিন সি, বি-৬, ফোলেট, রাইবোফ্লাভিন, ডায়েটারি ফাইবার, কার্বোহাইড্রেট, নিয়াসিন, অ্যান্টিঅক্সিডেন্টস, উদ্ভিদ যৌগ সমৃদ্ধ, যা হৃদরোগ রুখতে সাহায্য করে, পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ছবি: সংগৃহীত
-
বেদানার জুস: এই জুস পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি অ্যান্টি-এজিং নিউট্রিয়েন্টে ভরপুর। গাঁটের ব্যথা কম করা এবং রক্তচাপও নিয়ন্ত্রণ করে। এটি পেশীকেও শক্তিশালী করে। এমন পরিস্থিতিতে বাড়ন্ত বয়সে বেদানার রস পান করা অনেক সমস্যা এড়াতে কার্যকর প্রমাণিত হতে পারে। ছবি: সংগৃহীত
-
বিটের রস: বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে বিটরুট রক্তচাপ কমাতে কার্যকর। এই সমস্যা বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে খুব সাধারণ। প্রতিদিন ১ কাপ বিটের রস পান করলে মস্তিষ্কের ওই অংশে রক্ত চলাচলের উন্নতি ঘটে, যা কর্মক্ষম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ছবি: সংগৃহীত