নারীদের চেয়ে পুরুষের ক্যানসার বেশি হয় কেন?
বর্তমানে ক্যানসারের রোগীর সংখ্যা বাড়ছে। শরীরের নির্দিষ্ট অংশের কোষ যখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, তখন তাকে ক্যানসার বলে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, পুরুষরা ক্যানসারে বেশি আক্রান্ত হন। এবার জেনে নিন যে কারণে নারীদের চেয়ে পুরুষের ক্যানসার বেশি হচ্ছে।
-
প্রতি দুজনের মধ্যে একজন তার জীবদ্দশায় ক্যানসারে আক্রান্ত হয়। প্রায় ২০০ রকমের ক্যানসার আছে। যার মধ্যে স্তন, ফুসফুস, মূত্রথলি ও অন্ত্রের ক্যানসারে মানুষ বেশি আক্রান্ত হয়। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে নারীদের তুলনায় পুরুষদের ক্যানসার হওয়ার সম্ভবনা বেশি। এর নির্দিষ্ট কোন কারণ যদিও খুঁজে পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত
-
সবচেয়ে বেশি ক্যানসারে আক্রান্ত দেশগুলির মধ্যে ভারত তৃতীয় স্থানে আছে। ন্যাশনাল ক্যানসার রেজিস্ট্রি প্রোগ্রামের রিপোর্ট অনুসারে ভারতে প্রতি বছর ১৩ লাখেরও বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। দূষণ, অনিয়মিত জীবন-যাপন, অতিরিক্ত তামাক-অ্যালকোহল সেবন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভবনা বৃদ্ধি করছে। কিন্তু নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের হার কেন বেশি? এর সঠিক যুক্তি এখনও পাওয়া যায়নি। তবে চিকিৎসকদের মতে লিঙ্গের পার্থক্য কীভাবে প্রভাব ফেলছে, তা জানা গেলে ক্যানসারের চিকিৎসায় অনেক বেশি সুবিধা হতে পারে। ছবি: সংগৃহীত
-
২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিপোর্ট অনুসারে প্রোস্টেট, ফুসফুস এবং কোলোরেক্টাল ক্যানসার পুরুষদের বেশি হয়। আবার নারীদের স্তন, ফুসফুস এবং কোলোরেক্টাল ক্যানসার সর্বাধিক হয়। ক্যানসারে মৃত্যুর হারও নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি (১৮৯.৫ প্রতি ১০০,০০০ পুরুষ এবং ১৩৫.৭ প্রতি ১০০,০০০ মহিলা)। ছবি: সংগৃহীত
-
আমেরিকার জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের গবেষক, সারা এস জ্যাকসন এবং তার সহকর্মীরা, ৫০-৭১ বছর বয়সী ১৭১,২৭৪ জন পুরুষ এবং ১২২,৮২৬ জন নারীকে এই বিষয়ক গবেষণার জন্য বেছে নেন। তারা মোট ২১ ধরনের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তারা এই ২১ ধরনের ক্যানসার কতটা ঝুঁকিপূর্ণ তা খতিয়ে দেখেন। ছবি: সংগৃহীত
-
গবেষণা থেকে দেখা যায় একমাত্র থাইরয়েড এবং গলবøাডারের ক্যানসারের ক্ষেত্রেই নারীদের ঝুঁকি পুরুষদের থেকে বেশি। বাকি সবক্ষেত্রেই পুরুষদের ঝুঁকি বেশি (১.৩-থেকে ১০.৮ গুণ)। পুরুষদের মধ্যে খাদ্যনালীর ক্যানসার (১০.৮-গুণ বেশি ঝুঁকি), স্বরযন্ত্র (৩.৫-গুণ বেশি ঝুঁকি), গ্যাস্ট্রিক কার্ডিয়া (৩.৫-গুণ বেশি ঝুঁকি) এবং মূত্রাশয়ের ক্যানসারের (৩.৩-গুণ বেশি ঝুঁকি) সম্ভাবনা অনেক বেশি লক্ষ্য করা হয়েছে। ছবি: সংগৃহীত
-
গবেষণা থেকে অনুমান করা হচ্ছে পুরুষদের কার্সিনোজেনিক এক্সপোজার বেশি হওয়ায় ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। গবেষণার ফলাফল থেকে স্পষ্ট যে লিঙ্গের জৈবিক পার্থক্য, যেমন শারীরবৃত্তীয়, ইমিউনোলজিক্যাল, জেনেটিক বা অন্যান্য পার্থক্যগুলো ক্যানসারের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। ছবি: সংগৃহীত