গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন?
আমরা ‘মাছে-ভাতে বাঙালি’ হিসেবে হাজার বছর ধরে পরিচিত। মাছ পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া মুশকিল হবে। তবে কারো কারো মাছ খেতে গেলে বিপত্তি ঘটে কাঁটা নিয়ে। অনেকেরই গলায় মাছে কাঁটা আটকে যায়। তবে গলায় মাছের কাঁটা আটকে গেলে তা দূর করার সহজ সমাধানও রয়েছে।
-
মাছের কাঁটা গলা থেকে নামানোর জন্য শুকনো ভাতের ব্যবহার সম্পর্কে কমবেশি সবারই জানা আছে। এক্ষেত্রে শুকনো ভাত সামান্য চটকে নিয়ে দলা পাকিয়ে সেটা না চিবিয়ে গিলে ফেলুন। একবারে না হলে বেশ কয়েকবার চেষ্টা করুন, কাঁটা চলে যাবে। তবে বেশ বড় দলা মুখে নিবেন না এতে গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। ছবি: সংগৃহীত
-
গলার কাঁটা সরাতে পাকা কলার সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে একটি পাকা কলা মুখে বেশি করে নিয়ে হালকা চিবিয়ে গিলে ফেলুন। এতেও উপকার মিলতে পারে। ছবি: সংগৃহীত
-
আরও এক উপায়ে মাছের কাঁটা নামানো যায়। আর তাহলো পাউরুটি সামান্য পানিতে ভিজিয়ে গিলে নিন। পাউরুটির সঙ্গে কাঁটাও চলে যাবে। ছবি: সংগৃহীত
-
একটি বড় মার্শমেলো মুখে নিয়ে কিছুক্ষণ রেখে দিন, সেটি লালা মিশ্রিত হয়ে নরম হয়ে গেল গিলে ফেলুন। মার্শমেলোর চটচটে চিনি কাঁটাকে সরিয়ে দেবে। ছবি: সংগৃহীত
-
আপেল সিডার ভিনেগার পানিতে মিশিয়ে সারাদিন বেশ কয়েকবার করে পান করুন। ভিনেগারের অ¤øতা কাঁটা নরম করে দিতে পারে। ছবি: সংগৃহীত